
538
0
আজ ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় জাতীয় গণগ্রন্থাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক সাহিত্য পুরস্কার ২০১৬’-এর আয়োজন। সাহিত্যপত্রিকা ‘লোক’ ২০০৯ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের লেখকদের পুরস্কৃত করে আসছে। গত বছর দুজন কবিকে এ পুরস্কার দেয়া হয়। কবি মোস্তাক আহমাদ দীন এবং কবি আহমেদ স্বপন মাহমুদ যৌথভাবে লাভ করেন ‘লোক সাহিত্য পুরস্কার ২০১৬’। তাদের নিয়ে লোক পত্রিকা প্রকাশ করছে বিশেষ সংখ্যা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা, কবি মোহাম্মদ সাদিক ও কবি ফরিদ কবির। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কবি কুমার চক্রবর্তী, কবি সোহেল হাসান গালিব, কবি সরোজ মোস্তফা ও কবি জুয়েল মোস্তাফিজ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন কবি মুজিব মেহদী।
এই অনুষ্ঠানেই ঘোষিত হবে ‘লোক সাহিত্য পুরস্কার ২০১৭’ অর্জনকারী লেখকের নাম।
Latest posts by সম্পাদক (see all)
- বইমেলা ২০১৯-এ প্রকাশিত নতুন কিছু বই - February 15, 2019
- আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮ - January 30, 2019
- প্রিয় ৫টি গল্প : মশিউল আলম - January 25, 2019