
732
0
বাংলা গানের স্বর্ণকণ্ঠ মোহাম্মদ আবদুল জব্বার। সদ্যপ্রয়াত এই মহান শিল্পীর কালজয়ী কিছু গান নিয়ে ‘নীড়হারা ঝড়ের পাখি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘লোক’। অনুষ্ঠানে তাঁর গাওয়া কিছু অমর গান পরিবেশন করবেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ।
আজ, ২৯ অক্টোবর ২০১৭, রোববার, সন্ধ্যা সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন লোক-সম্পাদক অনিকেত শামীম।
Latest posts by সম্পাদক (see all)
- আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৯ - November 26, 2019
- অনিকেত শামীম ও একসন্ধ্যা কবিতা - August 4, 2019
- মুখোমুখি দুই লেখকপক্ষ - June 21, 2019