সেরা সাত : নির্বাচিত কবিতার বই

গত বছর বইমেলায় প্রকাশিত সাতটি কবিতার বই পরস্পরের ‘সেরা সাত’-এ অন্তর্ভুক্তির পর সেই বাছাই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। প্রশ্নটা এই যে, অতি-তরুণের কবিতা আর অতি-প্রবীণের কবিতা কিভাবে সপাঙ্ক্তেয় হলো?
বলা দরকার, আমরা বাংলার কবিসমাজকে দুই দলে ভাগ করেছি—অনূর্ধ্ব চল্লিশ এবং চল্লিশোর্ধ্ব। প্রথম পক্ষ থেকে ৪টি এবং দ্বিতীয় পক্ষ থেকে ৩টি—মোটামুটি এই হচ্ছে নির্বাচনের নীল-নকশা। সে নকশার একেবারেই যে অদল-বদল করি নি, তাও নয়। অপেক্ষাকৃত তরুণদের প্রতি মৃদু পক্ষপাতের কারণ বিভিন্ন। তবে উল্লিখিত দুই পক্ষের কাব্য-বিচারে দুটি ভিন্ন মন যে ক্রিয়াশীল থাকে সে কথা বলার অপেক্ষা রাখে না।
এ বছর একটি বইকে আমরা নির্বাচনের বাইরে রেখেছি, সেটি কবি মাজুল হাসানের ইরাশা ভাষার জলমুক। তিনি সম্পাদনা-পর্ষদের সদস্য বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
এইসব নির্বাচন, আমাদের বিশ্বাস, ব্যক্তি-সম্পর্কের বিশেষ কোনো মাত্রা নির্ধারণ করে না। একইভাবে কবির মর্যাদা বা আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রাখে সামান্যই। এই নির্বাচন মূলত একটি গোষ্ঠীর রুচি-প্রকাশের মাধ্যম, নির্দেশকও বটে।
বছরের মাঝামাঝি এসে, গতবারের মতোই, বইমেলা উপলক্ষ করে পরস্পরের রুচি হাজির করা গেল। সবাইকে শুভেচ্ছা।
এ কোন লখিন্দর!
আহমেদ মুনির
ড্রাগন ফলের চোখে দেখা অনুভব
রাশেদুজ্জামান
দুঃখশোক ও নীরবতার একান্তর
হামীম কামরুল হক
ফেরদৌসের পাঠশালা
সরোজ মোস্তফা
ফুটে আছে গ্রন্থিল থোকা-থোকা ভাষা
রাসেল রায়হান
বৃষ্টি ও এলিজির বাইরের ইমেজারি
সজল সমুদ্র
অপস্রিয়মাণের ভাস্বর মহাবিশ্ব
তানভীর মাহমুদ
Latest posts by সম্পাদক (see all)
- হিমাল শর্টলিস্টে মশিউল আলমের গল্প ‘দুধ’ - December 8, 2019
- আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৯ - November 26, 2019
- অনিকেত শামীম ও একসন্ধ্যা কবিতা - August 4, 2019