
রম্য, প্রহসন, ব্যঙ্গ রিচার্ড গ্যারি ব্রাউটিগনের [১৯৩৫-১৯৮৪] লেখার অন্যতম বৈশিষ্ট্য। তার কবিতা আকারে ছোট, কিন্তু গভীর। প্রচলিত কবিতার ধরন থেকে তার বলার বিষয় ও ভঙ্গিটিও আলাদা। আমেরিকার এই কবি ১৯৫৭ সালে কবিতা প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেন। পরে তিনি ঔপন্যাসিক হিশাবে খ্যাতি অর্জন করেন। তার ট্রাউট ফিশিং ইন আমেরিকা এবং ইন ওয়াটারমেলন সুগার খুবই আলোচিত উপন্যাস। ১৯৮৪ সালে তিনি আত্মহত্যা করেন।
আবিষ্কার
❑
যোনির পাপড়ি উন্মোচিত হয়
ঠিক ক্রিস্টোফার কলম্বাস
তার জুতা খুলে ফেলছেন।
এই পৃথিবীতে কোনোকিছুই কি বেশি সুন্দর
একটি জাহাজের গলুই
নতুন পৃথিবীকে স্পর্শ করার চেয়ে?
ঘুমের ওষুধ বনাম স্প্রিংহিল মাইন
❑
যখন তুমি তোমার ঘুমের ওষুধ নাও
এটা যেন খনিতে বিস্ফোরণের মতো।
আমি ভাবি সেই সব লোকের কথা
যারা তোমার ভেতরে হারিয়েছে।
১৫% কবিতা
❑
সে চেষ্টা করে কিছু জিনিস বের করতে
মানুষের ভেতর থেকে
যা সে আসলে পায় না
কারণ সে নয়
১৫% সুন্দরীও।
৩০ সেন্ট
❑
তোমার কথা তীব্র ভাবতে ভাবতে
আমি বাসে ওঠে পড়ি
আর ৩০ সেন্ট ভাড়া দেই
আর ড্রাইভারকে বলি আমি দুইজনের ভাড়া দিয়েছি
বুঝতে পারার আগেই
যে আমি আসলে
একলা।
মানুষ
❑
মাথায় টুপি দিয়ে
সে প্রায় পাঁচ ইঞ্চি লম্বা হলো
ট্যাক্সিক্যাবের চেয়ে।
প্রেমের কবিতা
❑
এটা খুব সুন্দর
খুব সকালে ঘুম থেকে ওঠা
একদম একা
এবং কাউকেই বলা লাগবে না
তুমি তাদেরকে ভালোবাসো
যখন তুমি তাদের ভালোবাসো না
মোটেও আর।
আমরা নিঁখুত দিনে থেমেছিলাম
❑
আমরা একটা নিঁখুত দিনে থেমেছিলাম
আর গাড়ির বাইরে নেমেছিলাম।
বাতাস ইঙ্গিত করেছিল তার চুলের দিকে।
এটা তেমনই সরল ছিল।
আমি কিছু বলার জন্যে ঘুরে দাঁড়ালাম—
অনুরোধ
❑
তুমি কি আমাকে ভাব
যেমন প্রায়শ
যেমন আমি ভাবি
তোমার কথাই?
বু, চিরকালের
❑
একটা প্রেতাত্মার মতো ঘুরপাক খাই
একটা লাটিমের তলার মতো।
আমি ভুতগ্রস্ত সেই
সব জায়গার দ্বারা
যেখানে আমি থাকি
তোমাকে ছাড়া।
সুন্দর কবিতাটি
❑
আমি লসএঞ্জেলেসে বিছানায় শুতে গেলাম ভাবতে ভাবতে
তোমার কথা।
মুম রহমান
প্রকাশিত বই :
উপন্যাস—
মায়াবি মুখোশ
কমৎকার
ছোটগল্প—
অন্ধকারের গল্পগুচ্ছ
ছোট ছোট ছোটগল্প
শতগল্প
হয়তো প্রেমের গল্প
কবিতা—
চার লাইন
চলচ্চিত্র বিষয়ক—
বিশ্বসেরা ৫০ চলচ্চিত্র
বিশ্বসেরা আরো ৫০ চলচ্চিত্র
১০ রকম ১০০ চলচ্চিত্র
বিচিত্র চলচ্চিত্র
বিশ্বসেরা চলচ্চিত্র সমগ্র
বিশ্বসেরা শত সিনেমা
অস্কার বিজয়ী চলচ্চিত্র
নাটক—
দুইটি ব্রিটিশ নাটক
তিনটি মঞ্চ নাটক
অনুবাদ—
সাদাকো ও সহস্র সারস
বব ডিলান গীতিকা
কাফকা : অণুগল্প
সাফোর কবিতা
শিশুতোষ—
মজার প্রাণীকূল
চিত্রকলা বিষয়ক—
বেদনার রং তুলিতে একটি জীবন
প্রবন্ধ—
বই কেনা, বই পড়া
বই বিশ্ব
কিতাবি কথা
অন্যান্য—
তিতা কথা
সম্পাদনা—
অনির্ণীত হুমায়ূন
ই-মেইল : moomrahaman@gmail.com
Latest posts by মুম রহমান (see all)
- নিজার ক্বব্বানি ও তার কবিতা - September 7, 2018
- অন্ধ পাঠক - June 5, 2018
- রিচার্ড ব্রাউটিগনের দশটি কবিতা - May 12, 2018