
317
0
প্রাক্তনী
(কার্য)
এখনও এমন, বহ্নিশিখা!
কতটুকু আর
সাংসারিক ফিকে চোখে
ভিড় থেকে উঁকি দেওয়া পিক্সেল!
ক্রমে নগ্ন হতে হতে
করতলে অন্তরাল…
অথচ আঙুলে প্রবাহ কোথায়!
(কারণ)
বহনই বিহিত শেষমেশ!
মোহান্ধ দু’চোখ
আর শূন্য করপুট
বরাবর আমার সম্বল।
জলের ভিতর
জল হয়ে বয়ে যাওয়া
কী আর এমন!
তোমার ঐশ্বর্য
আজও বড় প্রকৃতিবিবশ।
প্রান্তিক
দেয়ালে কাচের তাক
ধুলোময়, ফাঁকা
ঘরে হলুদ কর্মব্যস্ততা…
প্যাডেলের সংগতে হার্টবিট
তৃতীয় জন্মের মরীয়া রেয়াজ
ছুঁচের এফোঁড়ওফোঁড়
সুতোর অনুলোম বিলোম…
রিফুর শরীরে প্রস্ফুটিত সুচারু ধানের শিষ।
প্রস্তাব
জানি সত্যি নয়, তবু থাকো
যেভাবে আছ, অথবা
যেরকম এই থাকা…
সংস্কার ভয়ানক, তাই ছুঁয়ে থাকো
যে নিবিড়তায় ডুয়ার্স-অরণ্য ছুঁয়ে থাকে মেঘ।
সঁপে দেবো না-হয় সময় এলে।
বহতা সোঁতায় ছায়া হয়ে লেপটে থাকো…
অনিবার্য না হলেও
এ মায়ায় অনায়াসে ভেসে থাকা যায়।
সুপ্রকাশ প্রামাণিক
জন্ম ২৯ জানুয়ারি, ১৯৮২; নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত। সংস্কৃতে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক।
ই-মেইল : spnk.pmnk@gmail.com
ই-মেইল : spnk.pmnk@gmail.com